আমুদরিয়া নিউজ : দুই দশকেরও বেশি সময় ধরে বর্ণাঢ্য ক্যারিয়ারের পর, ভারতীয় টেবিল টেনিস কিংবদন্তি অচন্ত শরৎ কমল শনিবার তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন, চেন্নাইয়ের ডব্লিউটিটি স্টার কনটেন্ডারে তাঁর ঘরের মাঠে পরাজিত হন। ৪২ বছর বয়সী এই আইকন ২৪ বছর বয়সী স্নেহিত সুরভাজ্জুলার কাছে হেরে যান। এই তরুণ ছোটবেলা থেকে কমলকেই নিজের আদর্শ মনে করে বড় হয়েছিলেন।
