আমুদরিয়া নিউজ : শনিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা ও তাঁর গাড়ির তলায় চাপা পড়ে এক ছাত্রের জখম হওয়া নিয়ে তৃণমূল ও বামেদের মধ্যে চাপানউতর বাড়ছেই। রবিবারও বিশ্বিবদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তার উপরে এসএফআই সোমবার গোটা রাজ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে। তবে পরীক্ষা দিতে যাতায়াতে কোনও বাধা দেওয়া হবে না বলে এসএফআই ঘোষণা করেছে। কিন্তু, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছাত্র ধর্মঘট ডাকায় অভিভাবকদের অনেকেই ক্ষুব্ধ। রবিবারও নানা এলাকায় পথে নামে এসএফআই। তৃণমূলও পথে নেমেছে নানা এলাকায়।
