আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যান উচ্চ বিদ্যালয় ও শিশু কল্যান হোম চত্বরের তরুবীথি প্রাঙ্গনে আয়োজিত হলো বসন্ত উৎসব ২০২৫। জেলাশাসক আর বিমলা এই উৎসবের শুভ সূচনা করেন। স্কুল পড়ুয়া ছাত্রীরা জেলাশাসকের গালে আবির মাখিয়ে দেয়, জেলাশাসক ও ছাত্রীদের গালে আব মাখিয়ে এই উৎসবে মেতে ওঠেন। উৎসব প্রাঙ্গন মুখরিত হয় নাচ, গান, লোকসঙ্গীত ও বিভিন্ন সম্প্রদায়ের শিল্পী গোষ্ঠী পরিবেশিত লোক নৃত্যের ঝংকারে। স্কুল ছাত্রীদের সমবেত নৃত্য গীত উৎসব প্রাঙ্গনকে মাতিয়ে রাখে। জেলাশাসক আর বিমলা জানান উৎসব প্রাঙ্গণে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল বসেছিলো। স্টল গুলিতে হস্ত শিল্পসামগ্রী প্রদর্শন এর পাশাপাশি বিক্রির ও ব্যবস্থা ছিলো। জেলাশাসক জানান বসন্ত উৎসবে সামিল হতে পেরে তিনি খুশি।
