আমুদরিয়া নিউজ : উত্তর সিকিমে সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের ফলে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে অঞ্চলটি পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টির কারণে লাচেন-চুংথাং রোড সহ বিভিন্ন রাস্তায় ধস নেমেছে, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। চুংথাংয়ের রাস্তা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যাতায়াত করা গেলেও রাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন শুক্রবার থেকে নতুন করে কোনো পর্যটককে উত্তর সিকিমে প্রবেশের অনুমতি দেবে না এবং যাঁদের কাছে পূর্বে অনুমতি ছিল, তাঁদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ভ্রমণ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন যাতে আর পর্যটক উত্তর সিকিমে না পাঠানো হয়। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং রাস্তাঘাটের মেরামত না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ থাকবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের গা বেয়ে স্রোতের আকারে জলের ধারা নেমে আসছে, যার ফলে বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে এবং গাড়ি আটকে পড়েছে। লাচুং এবং লাচেন থেকে ইতিমধ্যে পর্যটকদের চুংথাংয়ে সরিয়ে আনা হয়েছে।
