আমুদরিয়া নিউজ : নিরাপত্তা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী নিয়ে বৃহস্পতিবার ঢুকে পড়েন উপ রাষ্ট্রপতির বাড়ি। তারপর তাঁর দেহরক্ষীদের নিরস্ত্র করে উপ রাষ্ট্রপতিকে গৃহবন্দি বানানো হয়। দক্ষিণ সুদানের প্রথম উপ রাষ্ট্রপতি রিক মাচারের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর দলীয় নেতৃত্ব একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে। দক্ষিণ সুদান ফের গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটির প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে চলমান উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। গত ২০১৮ সালের আগস্টে দুই নেতার মধ্যে শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে তারা পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছিলেন। তবে, সেই চুক্তি বাস্তবায়নের পরেও উভয়ের সম্পর্কের মধ্যে ক্রমবর্ধমান জাতিগত উত্তেজনা এবং সহিংসতার কারণে দেশের পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।
