আমুদরিয়া নিউজ ডেস্ক : রাস্তা দখল করে মন্দির, মসজিদ, দরগা বা কোনও ধর্মস্থান থাকলে তা সরাতে হবে বলে মত প্রকাশ করল ভারতের সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, নাগরিকদের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। সে জন্য পুকুর, রেললাইন, রাস্তা বন্ধ করে মন্দির, মসজিদ, দরগা থাকলে তা সরিয়ে ফেলা ঠিক হবে।
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, একটি অনলাইন পোর্টাল খুলতে হবে। সেখানেই বুলডোজার নিয়ে কোথায় অভিযান হবে তা জানাতে হবে।
সুপ্রিম কোর্ট বলেছে, ভারতের মতো গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশে জবরদখল পরিকাঠামো সরাতে বুলডোজার চালানো হলে তা জাতধর্ম নির্বিশেষে করতে হবে। তবে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলার রায় স্থগিত রেখেছে।