আমুদরিয়া নিউজ : সলতে পাকানো আগেই চলছিল। বুধবার পটনায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর নতুন দল জন সূরজ পার্টির সূচনা করলেন ভোটকুশলী ও রাজনীতি বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। তিনি দলের নাম ঘোষণার আগেই সকলকে জয় বিহার ধ্বনিতে সামিল করেন। বারেবারেই বলতে থাকেন, এই স্লোগান জয় বিহার এত জোরে বলতে হবে যাতে দেশের যে কোনও জায়গায় বিহারিদের হেনস্থা, অপমান করার সাহস কারও না হয়। এর পরেই তিনি দাবি করেন, বিহারের আওয়াজ দিল্লিতে পৌঁছতেই হবে।
এই দিন প্রশান্ত কিশোর জানান, বিহারে অতীতে লালুপ্রসাদ যাদবকে বছরের পর বছর শাসন ক্ষমতা ধরে রাখায় মদত দিয়ে কংগ্রেসের যে হাল হয়েছে, আগামী দিনে বিজেপিরও তা হবে। তাঁর মতে, নীতিশ কুমারের মতো মানুষকে মদত দিয়ে বিজেপিও নিজেদের ক্ষতি করছে। এর পরে তিনি বলেন, জয় বিহার স্লোগানই দিল্লিকে বুঝিয়ে দেবে বিহার কী করতে পারে।
প্রশান্ত কিশোর যে নতুন দল গড়বেন তা আগেই ঘোষণা করেছিলেন। সে জন্য বিহারের নানা এলাকায় প্রচারে গিয়ে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। তার পরে এদিন জন সূরজ পার্টির কথা ঘোষণা করেন। জয় বিহার বলে বারেবারে সকলকে স্লোগান দিতে বলেন।
কদিন আগে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই যুবককে উত্ত্যক্ত করার জন্য ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তা নিয়ে বিহারের রাজনৈতিক নেতাদের অনেকেই বিবৃতি দিয়েছেন। এবার প্রশান্ত কিশোর নতুন দল গড়ে, জয় বিহার স্লোগান সামনে রেখে যতটা আক্রমণাত্মক হয়েছেন, ততটা অবশ্য অতীতে কেউ হননি।