আমুদরিয়া নিউজ : ফ্ল্যাটে ঢুকে ছুরি দেখিয়ে সোনার গয়না, মোবাইল, দামি জিনিসপত্র কেড়ে এক বধূকে গণধর্ষণ করেছে দুই দুষ্কৃতী। সোমবার রাত ২টো নাগাদ ভুবনেশ্বর শহরের একটি অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুই দুষ্কৃতী কোনভাবে দেওয়াল টপকে ওই বিল্ডিংয়ে উঠে ব্যালকনি দিয়ে ঢোকে। কলিং বেল টিপতেই ছুরি দেখিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই সময়ে ফ্ল্যাটে কোন পুরুষ ছিলেন না। তার পরে জিনিসপত্র কেড়ে নেয়। ঘরে বধূর ছোট মেয়ে ছিল। এক দুষ্কৃতী মেয়েটির গলায় ছুরি ঠেকিয়ে রাখে। দুই দুষ্কৃতী পর পর বধূটিকে ধর্ষণ করে। পুলিশ দুজন সন্দেহভাজনকে আটক করেছে। কিন্তু, ওই অ্যাপার্টমেন্টে সিসি ক্যামেরা না থাকায় দুষ্কৃতীরা ঠিক কারা এখনও স্পষ্ট কোনও প্রমাণ পায়নি।
