আমুদরিয়া নিউজ ডেস্ক : চলতি বছরের ১৪ অগস্ট থেকে রাজ্যে মদের দাম বেড়েছে। বর্ধিত নতুন এমআরপি র মদ অগস্টের শেষ দিক থেকে দোকান, বারে ঢুকতে শুরু করেছে।
আর তার পরেই বিয়ার ও মদের বিক্রি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন, দোকান ও বার মালিকরা। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত সেল গত বছরের একই সময়কালের তুলনায় ৪০% কমেছে। দোকান, মালিকরা জানাচ্ছেন, টার্গেটের থেকে বিক্রি প্রায় ৫০% কম।