আমুদরিয়া নিউজ : রবিবার সকালে নাসার ক্রু-১০ উদ্ধারকারী যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। ওই যানে চড়েই সেখানে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের ফেরার কথা। ২০২৪ সালের জুন মাসে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে ৮ দিনের জন্য মহাকাশে পাঠানো হয় সুনীতা এবং বুচকে। কিন্ত, যানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা এখনও ফিরতে পারেননি। উদ্ধারকারী যান পাঠাতে নানা কারণে দেরি হয়। এউ ৯ মাসে দুজনের নানা শারীরিক সমস্যাও বাড়ে। এই অবস্থায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলন মাস্কের সাহায্য চান। এর পরে মাস্কের সহযোগিতায় নতুন যান পাঠানোর কাজ শুরু করে নাসা। যান পৌঁছেছে মহাকাশ স্টেশনে। সংবাদ সংস্থা জানাচ্ছে, এবার সব ঠিক থাকলে বুধবার সেটি দুজনকে নিয়ে রওনা হবে।
