আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরি চা বাগানে বৃহস্পতিবার দোল পূর্ণিমার রাতে আয়োজন করা হয় মুনলাইট প্লাকিং। পূর্ণিমার চাঁদের আলোয় রাতভর কাঁচা চা পাতা তোলা হল। বাগান কর্তৃপক্ষের দাবি, চা পাতা থেকে তৈরি করা হবে স্বাদে গন্ধে অনন্য মুনলাইট সিটিসি চা। দেশ-বিদেশের চা প্রেমীদের কাছে এই চা এর ভীষণ কদর। চা বাগানের ম্যানেজার জানান, দোল পূর্ণিমার রাতে দেড়শ শ্রমিক চা বাগানের দশ হেক্টর জমির গাছ থেকে কাঁচা পাতা তোলেন। চা পাতা তোলার কাজ শুরুর আগে শ্রমিকরা ধামসা মাদলের তালে মেতে ওঠেন নাচ গানে। বছরে তিনটি পূর্ণিমাতে পূর্ণ চাঁদের আলোয় এই মুনলাইট প্লাকিং হয়। সেগুলি হল, বুদ্ধ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা ও দোল পূর্ণিমা। রাতে শ্রমিকরা যাতে নির্বিঘ্নে চা পাতা তুলতে পারেন সেজন্যে চা বাগান কর্তৃপক্ষ বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা করেন। মশালের আলো মাখা সবুজ গালিচায় ধামসা মাদলের তালে নাচ গানে মুখরিত পরিবেশে চা গাছ থেকে চা পাতা তোলার দৃশ্য দেখতে পর্যটকেরাও হাজির ছিলেন।
