আমুদরিয়া নিউজ : মেনিনজোকোকাল সংক্রমণের সংখ্যা ‘অস্বাভাবিকভাবে বেশি’। তাই শিশু, কিশোর ও তরুণদের দ্রুত টিকা নিতে আহ্বান জানিয়েছে ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা। জানুয়ারিতে ৯৫টি এবং ফেব্রুয়ারিতে ৮৯টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর ফ্রান্সে মোট ৬১৫টি মেনিনজোকোকাল সংক্রমণের ঘটনা ঘটেছিল, যা ২০১০ সালের পর সর্বোচ্চ ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণের বৃদ্ধির সম্ভাব্য কারণ হতে পারে গত বছরের কঠোর ফ্লু মৌসুম, কারণ ফ্লু মেনিনজাইটিসের ঝুঁকি বাড়াতে পারে। এরই মধ্যে, তরুণদের মধ্যে বিশেষত টিকা দেওয়ার জন্য ক্যাম্পেইন চালু করা হয়েছে, যাতে সংক্রমণের বিস্তার রোধ করা যায়।
