আমুদরিয়া নিউজ : দোল উৎসবের সময় শনিবার বিকেলে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে হিলকার্ট রোডে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে ২ জনকে পুলিশ আটক করেছে। দোল উপলক্ষে হিলকার্ট রোডে ব্যাপক পুলিশি পাহারা ছিল। তার মধ্যেও ডেপুটি মেয়রের গাড়ির সামনে চড়াও হয়ে এমন হুমকি দেওয়ার দুঃসাহস কীভাবে হল তা নিয়ে শহরে নানা আলোচনা শুরু হয়েছে। ডেপুটি মেয়র রবিবার শিলিগুড়ি থানায় গিয়ে অভিযোগ জমা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শহরে এমন গুণ্ডামি তাঁরা বরদাস্ত করবেন না। তিনি জানিয়েছেন, পুলিশ যেমন বিষয়টি দেখছে, তেমনই রাজনৈতিকভাবেও তাঁরা যা করণীয় সেটা করবেন।
ঘটনা সম্পর্কে রঞ্জনবাবু জানান, তিনি ওই দিন বিকেলে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময়ে হিলকার্ট রোডে মহানন্দা সেতুর সামনে তাঁর গাড়ি থামাতে হয়। তখনই এক ব্যক্তি তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। সঙ্গে আরও একজন ছিলেন। রঞ্জনবাবুর গাড়ির চালক এক ব্যক্তির ছবি তুলে রাখেন। সেই ছবিও অভিযোগের সঙ্গে ডেপুটি মেয়র পুলিশের কাছে জমা দিয়েছেন।

শিলিগুড়ির ডেপুটি মেয়রকে হেনস্থা, আটক ২
Leave a Comment