আমুদরিয়া নিউজ : নয়াদিল্লির তালকটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ৫২ তম সিনিয়র ন্যাশনাল ক্যারম চ্যাম্পিয়নশিপ। শুরু হচ্ছে ১৭ মার্চ। চলবে ২১ মার্চ অবধি। অল ইন্ডিয়া ক্যারম ফেডারেশনের উদ্যোগে ওই চ্যাম্পিয়নশিপ হয়। বাংলার পুরুষ দলের ৬ জন ও মহিলা দলের ৬ জন ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ১২ জনের দলের সঙ্গে ২ জন ম্যানেজার রয়েছেন।
পুরুষ দলে রয়েছেন, প্রদীপ অগ্রহারি, চন্দন চৌধুরী, ছোটু মন্ডল, দুর্জয় ঘোষ (শিলিগুড়ি), দিব্যেন্দু সিমলাই, সুভা সরকার। পুরুষ দলের ম্যানেজার ম্যানেজার নিত্যগোপাল কুন্ডু (শিলিগুড়ি)। মহিলা দলে রয়েছেন, পাপিয়া বিশ্বাস (শিলিগুড়ি), কাজল সিং, আহেলি কংসবণিক, মাম্পি কোদালিয়া (শিলিগুড়ি), সাথী হালদার, অপরাজিতা সেন। মহিলা দলের ম্যানেজার সুপ্রিয়া সেন মজুমদার (শিলিগুড়ি)।

৫২ তম সিনিয়র ন্যাশনাল ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলার ১২ জনের দল
Leave a Comment