আমুদরিয়া ডেস্কঃ সম্প্রতি আফগানিস্তান সরকার দেশের মুখপাত্র হিসেবে একজন নারীকে নিযুক্ত করেছে। কিন্তু, সে দেশে মেয়েদের প্রাথমিকের পরে লেখাপড়া নিষিদ্ধ করেছে তালিবান সরকার। ফলে, অন্তত ১৫ লক্ষ মেয়ে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে ইউনেসকোর এক বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার অধিকার না দিলে এই দেশের নারীরা ক্রমাগত পিছিয়ে যাবে। ২০২১ সালে ১৫ অগস্ট তালিবানরা আফগানিস্তান সরকার দখল করে। তার পরেই দেশে নারীদের চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করে দেয়।
মেয়েদের গান গাওয়া, প্রকাশ্যে হাসাহাসি, কথা বলাও নিষিদ্ধ। এতে এই প্রজন্মের মেয়েরা বড় সমস্যার মুখে পড়েছে। মনে রাখতে হবে, এই মুহূর্তে আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়ে ও নারী শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তালিবানদের এই ফতোয়া কবে তোলা হয় সে দিকে তাকিয়ে গোটা বিশ্বই।