আমুদরিয়া নিউজ : তিন দিন আগেই সুপ্রিম কোর্ট রায় দিযেছে, শিশুদের নিয়ে পর্ণোগ্রাফি ডাউনলোড করা ও তা দেখা অপরাধ। সে ক্ষেত্রে পসকো আইন প্রয়োগ হতে পারে। ওই নির্দেশের পরে পুলিশ অভিযানে নেমে শিশুদের পর্ণোগ্রাফি ডাউনলোড করে দেখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।
আরও ৫৪ জনকে পুলিশ চিহ্নিত করেছে যারা শিশু পর্ণ ডাউনলোড করেছে ও দেখেছে। পুলিশ তাদের ধরতে তল্লাশি চালাচ্ছে। সংবাদ সংস্থার খবর, ঘটনাটি পাঞ্জাবের। পাঞ্জাব পুলিশের ক্রাইম শাখা ওই অভিযানে নেমেছে বলে ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন।