আমুদরিয়া নিউজ ডেস্ক : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মতামত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যৌথ সংসদীয় কমিটি। সে জন্য একটি ই মেল আই ডি দিয়ে সংযোজন, সংশোধনের ব্যাপারে প্রস্তাব থাকলে তা জানাতে অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধ প্রকাশ হওয়ার পর থেকে এখনও অবধি যৌত সংসদীয় কমিটির প্যানেলের কাছে ১ কোটি ২০ লক্ষ টি ই মেল এসেছে। সরকারি সূত্রে খবর, কেউ ব্যক্তিগতভাবে, কেউ গোষ্ঠীর তরফে ই মেল করেছেন। এত বিপুল সংখ্যক ই মেল পেয়ে বিস্মিত যৌথ সংসদীয় কমিটি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, অ মেলকারীদের মধ্যে নানা সম্প্রদায়ের নেতা, রয়েছেন। আছেন আইন বিশেষজ্ঞরা। , সুশীল সমাজের প্রতিনিধিরাও মেল করেছেন। অনেকে ওয়াকফ সম্পত্তির প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহি করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। সেই সহ্গে অনেকেই ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি দূর করার পরামর্শ দিয়েছেন। ইসলামি প্রচারক জাকির নায়েক তার সমর্থকদের খসড়া আইন পরীক্ষা করে সংসদীয় প্যানেলে প্রতিক্রিয়া পাঠিয়ে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতা করার জন্য আবেদন করেছেন। বেশ কয়েকটি হিন্দু গোষ্ঠীও তাদের সমর্থকদের বিলের সমর্থনে কমিটির কাছে ইমেল পাঠিয়েছে।