আমুদরিয়া নিউজ : দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বাইক আরোহীর। আহত হয়েছেন ২ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বাবু মিয়াঁ। ঘটনাটি ঘটেছে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের ভেটাগুড়ির জোড়পুল এলাকায়।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় পুলিশ।