আমুদরিয়া নিউজ : শনিবার রাতে ধূপগুড়ির খলাইগ্রাম এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি বাইক আরোহী ছিলেন। বাড়ি ফালাকাটা মিলরোডে। জখম হয়েছেন নারায়ণ সরকার ও আনন্দ রায়। তাঁরা দু’জনেই খলাইগ্রাম এলাকার একটি কারখানার শ্রমিক।