আমুদরিয়া নিউজ : লালাভ চোখ। খালি জ্বলছে আর চুলকোচ্ছে। বারবার জল দিয়েও ঠিক হচ্ছে না। ডাক্তারের কাছেও গিয়েছেন চোখ দেখাতে। ডাক্তাররা তাঁকে স্টেরয়েড ড্রপ দিতে ও ওষুধ খেতে বলেন। তাতেও স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে ভোপালের এইমসে যান ওই চোখের রোগী। সেখানেই চিকিৎসকরা দেখতে পান, ওই ব্যক্তির চোখে রয়েছে একটি ১ ইঞ্চি লম্বা পোকা। সেটি একটি জীবন্ত কৃমি বলে জানান চিকিৎসকরা। শুরু হয় অস্ত্রোপচার। ঘটনা আরও জটিল হয়। কারণ, অস্ত্রোপচারের সময় খুদে প্রাণীটি পালানোর চেষ্টা করে। তবে শেষে চিকিৎসকেরা সফল হন। এইমসের চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ কর্মজীবনে তাঁরা এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলেন।
