আমুদরিয়া নিউজ : সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। কর্মকর্তাদের মতে, সুরানকোটের লাসানা গ্রামে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পর গুলি চালাচালির ঘটনা ঘটে। এরই মাঝে একজন জওয়ান আহত হন বলে জানা গিয়েছে।
