আমুদরিয়া নিউজ ব্যুরো : সেই ডোডিকে মনে আছে! রাজকুমারী ডায়ানার সঙ্গে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল যে ডোডি ফায়েদ। যাঁর বাবা মহম্মদ আল ফায়েদ ছিলেন লন্ডনের বাণিজ্যিক সংস্থা হ্যারডসের মালিক, প্যারিসের একটি বিলাসবহুল হোটেলের মালিক। সেই ফায়েদের মৃত্যু হয়েছে গত বছর, ২০২৩ সালে। তাঁর সংস্থার মালিকানারও হাতবদল হয়েছে।
এতদিন পরে একজন আইনজীবীর মাধ্যমে হ্যারডের আগের মালিক ফায়েদের বিরুদ্ধে একযোগে ধর্ষণের অভিযোগ এনেছেন তাঁর সংস্থার ২০ জন কর্মী। আরও অনেক মহিলা কর্মী তাদের উপরেও অত্যাচারের অভিযোগে সরব হয়েছেন। অভিযোগ মহম্মদ ফায়েদে সংস্থায় কর্মরতাদের মধ্যে যাদের আকর্ষণীয় মনে হতো তাদের নিজের অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ করে নিয়ে যেতেন। সেখানে ধর্ষণ করতেন। তাঁরা চাকরি হারানো, লোকলজ্জার ভয়ে এতদিন চুপ করে ছিলেন। কিন্তু, কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন, এই বিষয়টিকে সামনে আনতেই হবে। তার পরেই তারা সকলে মিলে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত মৃত হলেও অভিযোগ নিয়ে বিচার পর্ব চলবে।