আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের ১০ দিন আগে আদালতে হাজির হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কারণ, আগামী ১০ জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে পর্ণ তারকার সঙ্গে য়ৌন সম্পর্ক চাপা দিতে ঘুষ দেওয়ার মামলায় সাজা ঘোষণা হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করার কথা ডোনাল্ড ট্রাম্পের।
একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, এটা আমেরিকার ইতিহাসের বেনজির ঘটনা। কোনও একজন সে দেশের প্রেসিডেন্ট পদে শপথের আগে আদালতে হাজির হচ্ছেন। তবে ট্রাম্পকে সশরীরে আদালতে হাজিরা দিতে নাও হতে পারে। ভার্চুয়ালি হাজির থাকতে পারেন তিনি। আদালত জানিয়ে দিয়েছে, ট্রাম্পের কারাবাস হওয়ার সম্ভাবনা নেই। বরং মিলতে পারে নিঃশর্ত অব্যাহতি। সে ক্ষেত্রে ট্রাম্পের কোনো অর্থদণ্ডও হবে না। যদিও ট্রাম্প এর পরে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়ে দিয়েছেন।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় দেড় লক্ষ ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প।