আমুদরিয়া ডেস্কঃ উত্তরপ্রদেশে গতকাল, শনিবার একটি তিনতলা ভবন ধসে পড়েছে। তাতে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে পাঁচজন। সরকারি বিবৃতিতে জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। মৃত সিমরা নামে একজনের বয়স দেড় বছর। খবরে বলা হয়েছে, গতকাল সাড়ে ৫টা নাগাদ ধসের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবাকে জানানো হয়।
যে বাড়িতে ধস নেমেছে তার মালিকের নাম নাফ আলাউদ্দিন। তিনি ওই ভবনের প্রাঙ্গনে দুগ্ধশালা চালাতেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।