আমুদরিয়া নিউজ : ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি উদযাপনের সময়ে আমেরিকার নিউ অর্লিয়েন্স শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে অন্তত ১০ জনকে মেরে ফেলেছে এক আততায়ী। বুধবার বেলার দিকের ঘটনা। তখন ওই এলাকায় সকলে নতুন ইংরেজি বছরের উদযাপনে ব্যস্ত ছিলেন। আততায়ী ট্রাক নিয়ে ভিড়ের মধ্যে চালিয়ে দেয়।
তারপরে গাড়ি থেকে নেমে গুলি চালাতে থাকে। ১০ জন মারা যান। ৩৫ জন জখম হয়েছেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। আততায়ীকে লক্ষ্য করে পুলিশ পাল্টা গুলি চালিয়েছে। সে ধরা পড়েছে না মারা গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।