আমুদরিয়া নিউজঃ মাওবাদী দমনে ফের সাফল্য যৌথবাহিনীর। ছত্তিসগড়ে যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হল ১০ জন মাওবাদীর। নিহত মাওবাদীদের থেকে প্রচুর অস্ত্রশস্ত্র,বিস্ফোরক ও কিছু নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওড়িশার কন্টা পেরিয়ে একদল মাওবাদী ছত্তিসগড়ে ঢুকেছে। এরপরই সেই এলাকায় তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। ভেজজি এলাকায় অভিযান চালানোর সময় যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। প্রাথমিক ভাবে পুলিশের দাবি ১০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। বাকিদের তল্লাশি চলছে। গত মাসেই ছত্তিসগড়ের দান্তেওয়াড়া-নারায়ণপুরে ৩১ জন মাওবাদীকে নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী।