আমুদরিয়া নিউজ : ওয়াকফ বিলের যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ১০ জন সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে তাড়াহুড়ো করার অভিযোগ তুলে তাঁরা লাগাতার বিক্ষোভ দেখিয়ে শৃঙ্খলাভঙ্গ করেছেন। সাসপেন্ড করা হয়েছে এ আই এম আই এম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, নাসের হুসেন, মহম্মদ জাভেদ, এ রাজা, অরবিন্দ সাওয়ান্ত, নাদিমুল হক, ইমরান মাসুদ, মহিবুল্লাহ এবং মহম্মদ আবদুল্লা।
