আমুদরিয়া নিউজ : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছেই। সেই যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে গিয়েছে উত্তর কোরিয়ার সেনা। তাঁদের মধ্যে অন্তত ১০০ জনের ডিসেম্বর মাসেই মৃত্যু হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার একটি সূত্র দাবি করেছে।
দক্ষিণ কোরিয়ার একজন সরকারি মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, আরও অন্তত ১০০০ জন জখম বলে তাঁদের সন্দেহ। দক্ষিণ কোরিয়ার সূত্রটি দাবি করেছে, উত্তর কোরিয়া আরও সেনা পাঠানোর তোড়জোর করছে।