আমুদরিয়া নিউজ : ১৯২৪ সালে ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশনের তরফ থেকে ২২ বছর বয়সী আন্দ্রেউ কমিন আরভিন এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। সঙ্গী ছিলেন জর্জ ম্যালরি। কিন্তু আরভিন নিখোঁজ হয়ে পড়েন। প্রায় ১০০ বছর পর গতমাসে ন্যাশনাল জিওগ্রাফিকের থেকে ডকুমেন্টরি করতে যাওয়া একদল অভিযাত্রী একটি পা সমেত বুট জুতো খুঁজে পান।
মোজাও অবিকৃত রয়েছে। যাতে লেখা ছিল এ সি আরভীন। এটি পাওয়ার পর থেকে বেশ একটা শোরগোল পড়েছে।