আমুদরিয়া নিউজঃ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি কোচবিহারের ১১ জন পরীক্ষার্থী। এই বিষয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি দিল এসএফআই। বুধবার সংগঠনের পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। হাতে মাত্র আর মাত্র ৪টি দিন। অথচ কোচবিহার জেলায় এখনও ১১ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি। ফলে দুশ্চিন্তার মধ্যে কাটাতে হচ্ছে ওই পরীক্ষার্থীদের। অবিলম্বে তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা ও অ্যাডমিট কার্ডের প্রদানের দাবিতে এদিন স্মারকলিপি দেয় এসএফআই। অবিলম্বে তাদের অ্যাডমিট কার্ড না দেওয়া হলে আইনের দ্বারস্থ বা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে এসএফআই ।
এদিন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি দেওয়ার পর এসএফআইয়ের জেলা সভাপতি জিৎ কুমার রায় জানান, আগামী ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আর ৪ দিন বাকি। জেলার বিভিন্ন স্কুল গুলিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে ১১ জন ছাত্রছাত্রী এখনও অ্যাডমিট কার্ড পায়নি। অতি দ্রুত তাদের অ্যাডমিট কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে, না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে।