আমুদরিয়া নিউজ : পাঁচ বছরের আগের এক ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্তকে ১১১ বছরের কারাদণ্ড দিল আদালত। সেই সঙ্গে লক্ষাধিক টাকা জরিমানা করেছে তিরুবন্তপুরমের বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত। ধর্ষক মনোজ সরকারি শিক্ষক, চাকরির পাশাপাশি টিউশন পড়াত সে। একাদশ শ্রেণীর এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে মনোজকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে সে নিজের দোষ স্বীকার করেছে। বিচারক জানিয়েছেন, জরিমানার টাকা না দিতে পারলে দোষীকে আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। স্বামীর অপরাধ জানতে পারে মনোজের স্ত্রী আত্মহত্যা করেন।