আমুদরিয়া নিউজ : জর্জিয়ার একটি পাহাড়ি রিসর্টে একসঙ্গে ১২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। ১৪ ডিসেম্বর সেখানকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। জর্জিয়ার তরফে অবশ্য দাবি করা হয়েছে, ১১ জন ভারতীয় এবং একজন সে দেশের নাগরিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই রিসর্টের যে দোতলার ঘরে সকলে রাতে ছিলেন, সেখানে কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়ার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। কারও দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে জর্জিয়ার তরফে দাবি করা হয়েছে।
ওই রিসর্টে থেকে পর্যটকেরা সাধারণত স্কি করে থাকেন।