আমুদরিয়া নিউজ : ছত্তিশগড়ে আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থার খবর অনুসারে, বৃহস্পতিবার বিজাপুর জেলায় অপারেশন শুরু হয়। শুক্রবার দুপুর অবধি কয়েক দফায় সংঘর্ষ হয়। তাতে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে নিরাপত্তা রক্ষীরা দাবি করেছে।
জঙ্গলে এখনও তল্লাশি চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।