আমুদরিয়া নিউজ : শুক্রবার ফের ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তাতে ইউক্রেনের শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকার ৬টি শিশু সহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ তথ্য শেয়ার করেছেন। ওই শহরেই জেলেনস্কির জন্ম। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা চেষ্টা করছেন। কিন্তু, যুদ্ধ কোথায় বন্ধ হচ্ছে সেই প্রশ্ন উঠেছে।
