আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ থেকে ১৫০০ টি হলুদ ট্যাক্সি সরিয়ে দেওয়া হবে , যেহেতু ১৫ বছরের বেশি পুরোনো যানবাহন চলাচলের অনুমতি নেই, জানালেন যানবাহন বিভাগের এক অফিসার।
বর্তমানে শহরে ৪৫০০ টি হলুদ কালো ট্যাক্সি আছে, যার সংখ্যা ২০২৬ এর মধ্যে কমে হবে ৩০০০।
২০০৮ সালে কলকাতা হাইকোর্ট মারফত জানানো হয়েছিল ১৫ বছরের বেশি সময় ধরে চলতে থাকা ব্যবসায়িক গাড়ি চলাচল নিষেধ। তবে এই হলুদ ট্যাক্সি কলকাতা শহরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকায় এটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া ঠিক নয় বলে ব্যবসায়িক সমিতির দাবি। তারা জানিয়েছেন, হাইকোর্টকে এই নিয়ম তুলে নিতে এবং আরো ৫ বছর গাড়ি চালানোর অনুমতি দিতে। এমন অনেক গাড়ি রয়েছে যেগুলোকে সামান্য মেরামত করে চালানো যাবে। তাই ট্যাক্সি ড্রাইভাররা এই অনুরোধ জানিয়েছে হাইকোর্টে।