আমুদরিয়া নিউজ : হারিয়ে গিয়েছে বহু যুগ আগে। তবে তার পায়ের ছাপ থেকে আজও সকলের কাছে সেরা হয়ে উঠল। সার্দিনিয়ার বুকে অবাক করা কাণ্ড। একটি ডকুমেন্টারি করার সময় মাটির তলায় খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সেখানেই মিলেছে পায়ের ছাপ। গবেষকরা মনে করছেন এই পায়ের ছাপ ১৬৫ মিলিয়ন বছর আগের ডাইনোসরের। এই পায়ের ছাপ থেকে বোঝা গেল ডাইনোসরা জুরাসিক যুগে ছিল। যে পায়ের ছাপটি মিলেছে সেটি ১.২ থেকে ১.৬ মিটার লম্বা। ফলে মনে করা হচ্ছে এটি আকারে বড় ছিল এবং অনেকটাই ওজনের ছিল। যে বিজ্ঞানীরা এই কাজ করছেন তারা মনে করছেন এমন একটি আবিষ্কার বিশ্বকে ডাইনোদের সম্পর্কে অনেক নতুন তথ্য তুলে দেবে। যে এলাকা থেকে এই ছাপ পাওয়া গিয়ছে সেখানে আরও খোঁজ করা হচ্ছে।
