আমুদরিয়া নিউজ ডেস্ক: ওদের কারও বয়স ৫ বছর, কারও ৭ আবার কারও ১৪ অথবা ১৭ বছর। অসহায় শিশু-কিশোর-কিশোরীদের হোমে রেখে লেখাপড়া শেখানো, কাওয়ানোর নাম করে দিনের পর দিন অত্যাচার করা হতো। যৌন অত্যাচারের ঘটনাও ঘটানো হতো। নানা সূত্রের খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে একদিনে একযোগে চারটি হোমে তল্লাসি চালিয়ে ১৭১ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েচে ৪০২ জন হোমের আবাসিককে।
এই ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। গত সপ্তাহে চুপিসাড়ে ওই অপারেশন করেছে সে দেশের পুলিশ। তার পরে দ্রুত রিপোর্ট গিয়েছে সরকারের কাছে। মঙ্গল মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম বিশেষ কমিটি গড়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কড়া সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারদের মধ্যে ২০২ জন কিশোর, ২০২ জন কিশোরী। যে ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।, তাদের বয়স ১৭ বছর থেকে ৬৪ বছর অবধি।
এই ঘটনার প্রাথমিক তদন্তে মালয়েশিয়ার পুলিশ ৭৪০ জনের জবানবন্দি নিয়েছে। যার মধ্যে ৩০ জন অভিযোগকারী-অভিযোগকারিণী। ২১৬ জন সাক্ষী, ৩৯২ জন নির্যাতিত, নির্যাতিতা এবং ১০২ জন সন্দেহভাজন।