আমুদরিয়া নিউজ : বালোচ বিদ্রোহীদের হামলায় হত অন্তত ১৮ পাক জওয়ান। জখম ২ সাধারণ নাগরিক-সহ মোট ৫ জন। পালটা সেনা অভিযানে হত ২৩ বিদ্রোহী। উল্লেখ্য, শুক্রবার রাতে কালাট জেলার তিনটি এলাকায় বালোচ বিদ্রোহীদের উপর হামলার বদলা নিতেই পালটা হামলা, এমনই অনুমান করা হয়েছে।
