আমুদরিয়া নিউজ : কেরলের কংগ্রেসের ২ জন যুব নেতাকে খুনের দায়ে সিপিএমের একজন প্রাক্তন বিধায়ক সহ ১৬ জনের সাজা হল। ৫ বছর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি খুনের ঘটনা ঘটে। কংগ্রেসের যুবনেতা কৃপেশ ও শরথলাল পিকে নামে দুজনকে হত্যা করা হয়। সিবিআি তদন্তে নেমে ২৪ জনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক কেভি কুনহীরামন, কানহানগড় ব্লকের পঞ্চায়েত প্রধান মনিকান্দন-সহ ১৬ জন।