আমুদরিয়া নিউজ : দিল্লির বুরারিতে চারতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দুই জনের। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অন্তত ২২ জন। তাঁদের মধ্যে ৩ শিশু সহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পাড়ার আশঙ্কা রয়েছে। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ওই চারতলা বিল্ডিংয়ের কাজ হয়েছিল। এর পরই সেটি ভেঙে পড়েছে।
এই দুর্ঘটনা গাফিলতির কারণেই হয়েছে বলে অনেকে মনে করেন।