আমুদরিয়া নিউজ ডেস্ক : একটি ১৩ ফুট লম্বা এক মহিলাকে কুণ্ডলী পাকিয়ে মারার চেষ্টা করছিল। মহিলার বয়স ৬৪ বছর। তিনি সাপটিকে দেহ থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছিলেন না। সে বারেবারে তাঁকে কামড়ে দিচ্ছিল। চেষ্টা করছিল গলায় পাক দেওয়ার। কিন্তু মহিলাটি গলা প্যাঁচাতে দিচ্ছিলেন না। হাত দিয়ে বারবার সরিয়ে দিচ্ছিলেন। চেঁচামেচি করছিলেন। কিন্তু রাতের বেলায় কেউ প্রথমে টের পায়নি। অবশেষে প্রতিবেশীদের একজন আর্তনাদ শুনতে পেয়ে টর্চ নিয়ে গিয়ে গদেখেন, পাইথনটি জড়িয়ে রয়েছে মহিলাটিকে। হইচই করায় লোকজন গিয়ে সাপটিকে খোঁণচানো শুরু করলে সেটি মহিলাটিকে ছেড়ে দ্রুত বাড়ির পাশে বাঁশবনে ঢুকে যায়।
এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককে। মহিলার নাম অরম অরুণরোজ। তাঁর স্বামী কিছুদিন আগেই মারা যান। তিনি বাড়িতে একাই থাকেন। তাঁর বাড়ির পাশেই বাঁশবন রয়েছে। মিসেস অরুণরোজ ব্যাংককের একটি শিশু হাসপাতালের একজন কর্মী। তিনি জানান, রাতে বাড়ি ফিরে যখন চান করছিলেন, তখন তাঁর পায়ে কিছু কামড়ায়। তিনি ঝুঁকতেই পাইথনটি তাঁকে পেঁচিয়ে ফেলে। এই সাপ বিষাক্ত নয়, তবে পেঁচিয়ে শ্বাসরোধ করে মারে।