আমুদরিয়া ডেস্ক : জঞ্জাল কুড়াতে যাওয়া দুই মহিলাকে গুলি করে মেরে তাদের দেহ শুয়োরের পালকে দিয়ে খাওয়ানো হয়েছে। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে। ওই ঘটনায় জড়িত সন্দেহে একটি শুয়োরের খামারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ওই ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত জেলে রাখার আর্জি জানিয়েছে দেশের সরকার।
গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন, পশু খামারের মালিক জাকারিয়া জোহানেস অলিভিয়ার, তত্ত্বাবধায়ক অ্যান্ড্রিয়ান রুডলফ ডি ওয়েট এবং কর্মচারী উইলিয়াম মুসোরা। হত্যার চেষ্টা ও দেহ লোপাটের ষড়যন্ত্র এবং লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু হয়েছে।
জিম্বাবুয়ের নাগরিক মুসোরাকেও অবৈধভাবে দেশে থাকার অভিযোগ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার খামারগুলির একাংশে এ ধরনের অপরাধ নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে রয়েছে গরিব কৃষকদের হত্যা এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ। যেমন এই ঘটনাটি। সে দিন তিন মহিলা ওই খামারে জঞ্জাল কুড়াতে ঢুকে পড়েছিলেন। তখনই তাদের মধ্যে দুজনকে