আমুদরিয়া নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পন্থী হিসেবে পরিচিত দুজন সাংবাদিক এবং একজন লেখককে পুলিশ হিংসায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এঁদের একজন। তাঁর বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।
বাংলাদেশের একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকেও পুলিশ হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। অতি পরিচিত লেখক শাহরিয়র কবিরকেও পুলিশ একই অভিযোগে গ্রেফতার করেছে। গত ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র-বিক্ষোভের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার আগে লাগাতার বিক্ষোভ হলে তা দমাতে পুলিশ বলপ্রয়োগ করলে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়।