আমুদরিয়া নিউজ : এবার জার্মানিতে ফের ক্রিসমাসের বাজারে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যেবেলা এই হামলার ঘটনা ঘটেছে। তাতে ২ জনের মৃত্যু হয়েছে। ৬০ জন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে জার্মান পুলিশ সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, তিনি ২০০৬ সালে থেকে জার্মানির বাসিন্দা। তিনি সম্প্রতি বার্নবার্গে পেশায় চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। তাঁর বয়স ৫০ বছর। তার নাম তালেব। তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসাবেও কাজ করে থাকেন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে সৌদি আরব। পুলিশ জানানয়, সন্ধেবেলায় ওই গাড়িটি চালিয়ে প্রায় ৪০০ মিটার রাস্তা ধরে অসংখ্য লোকজনকে ধাক্কা মারেন তালেব।