আমুদরিয়া নিউজ : মঙ্গলবার পাঞ্জাব পুলিশ জানিয়েছে যে, তাঁরা লরেন্স বিষ্ণোই-রোহিত গোদারা গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া জশনদীপ সিং রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার বাসিন্দা এবং গুরসেবক সিং মুক্তসরের বাসিন্দা।
