আমুদরিয়া নিউজ : বিহারে আরও ২টি চিড়িয়াখানা হবে। বিহারের বন ও পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, দুটি চিড়িয়াখানার মধ্যে একটি উত্তরে এবং অন্যটি দক্ষিণে বানানো হবে। রাজ্যের জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং আয় বাড়ানোই এর উদ্দেশ্য বলে তিনি জানান। তিনি এটাও জানান, তামিলনাড়ুতে জনসংখ্যা মাত্র ৮ কোটি।
অথচ সেখানে ৪ টি বায়োলজিক্যাল পার্ক রয়েছে। সেই হিসেবে বিহারে আরও দুটি পার্ক জরুরি।