আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ারের পশ্চিম সাঁতালি গ্রামে লাল চন্জন পাচারের ঘটনায় ধৃত ২ জনের সাজা হল। ২০১৫ সালের ১৮ জুলাই মাদারিহাট রেঞ্জের অভিযানে ওই গ্রাম থেকে অনেক লাল চন্দন কাঠ উদ্ধার হয়। দুজনকে ধরা হয়। তাদের নাম রামাল কার্জি এবং মালতী নার্জিনারি।
গত ১৩ ডিসেম্বর আলিপুরদুয়ারের কোর্টের বিচারক ওই মামলার রায় দেন। দুজনকে ৯ মাসের জেল ও জরিমানা করা হয়েছে।