আমুদরিয়া নিউজ : ইজরায়েলের এক বাস স্ট্যান্ডের কাছে আচমকাই একটি গাড়ি এসে রাস্তার মানুষদের পিষে দিয়ে যায়। আট পথচারী আহত। দুজন পুলিশকেও কোপ মারে আততায়ী। তবে, শেষে পুলিশের গুলিতেই মৃত্যু হয় তার। ঘটনাটিকে জঙ্গি হামলা বলেই ঘোষণা করা হয়। আততায়ীর পরিচয় জানা যায়নি।
