আমুদরিয়া নিউজ : সোমবার গভীর রাতে কেরলের নীলেশ্বরম এলাকায় একটি বাজির গোডাউনে আগুন লাগে। গোডাউনের কাছে একটি মন্দিরে চলছিল উৎসব। ফলে, আগুন ছড়িয়ে পড়লে সেখানে জমায়েতদের মদ্যে অনেকে জখম হন।
আশঙ্কা করা হচ্ছে, অন্তত ২০০ জন জখম হয়েছেন। সকলকেই স্থানীয় নানা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। কিন্তু, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছে।