আমুদরিয়া নিউজ : নিজের ব্যক্তিগত নম্বর ব্যবহার করে টেলি মার্কেটিং করা সৌদি আরবে অপরাধ। সৌদি আরবের সংবাদ সংস্থা সূত্রে জানা গিযেছে, সম্প্রতি ২০০০ জন নাগরিককে ব্যক্তিগত নম্বর থেকে টেলি মার্কেটিং করার দায়ে জরিমানা করা হয়েছে।
সৌদি আরবের আইন অনুসারে, কেউ নিজের ব্যক্তিগত নম্বর থেকে টেলিমার্কেটিং করলে সে দেশের টাকায় ৫ হাজার দিরহাম জরিমানা হবে। জরিমানার টাকা না দেওয়া অবধি তিনি কোনও উফোন করতে পারবেন না, কেউ তাকে ফোন করতে পারবেন না। একই কাজ তিনি দ্বিতীয়বার করলে ২০,০০০ দিরহাম জরিমানা হবে। ৩ মাস ফোন ব্যবহার করতে পারবেন না।
৩০ দিনের মধ্যে ফের একই অপরাধ করলে এক বছর তিনি সৌদি আরবে কোনও ফোন ব্যবহার করতে পারবেন না। বাণিজ্যিক নম্বর থেকেও গ্রাহকে বিরক্ত করার অভিযোগ পেলে সংস্থাকে জরিমানা করা হয়। কোনও বাণিজ্যিক নম্বর থেকে গ্রাহককে কল করার পরে তিনি পরিষেবা নিতে অস্বীকার করলে যদি ফের ফোন করা হয় তা হলেই জরিমানা করা হয়।
সকাল ৯টা থেকে সন্ধে ৬টা বাণিজ্যিক কল করা যাবে। তার পরে করলেও অপরাধ। সৌদি আরবের এই আইন কিন্তু বেশ ভাল। সারা দিনে ক্রেডিট কার্ড, এটা কিনুন, ওটা পাল্টান, সহ বিরক্তিকর টেলি মার্কেটিং থেকে আপনি রেহাই পাবেন। কিন্তু, এরকম আইন এখনও আমাদের দেশে হয়নি। হয়তো হবে।